ওজোন পার্কে সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের দ্বিতীয় শাখা

ডেস্ক রিপোর্ট
  ২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৬

শাহ নেওয়াজ বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। তিনি শুরু করেছিলেন এনওয়াই ইন্স্যুরেন্স দিয়ে। ভালো সার্ভিস এবং মানুষের বিশ্বাস অর্জন করায় শাহ নেওয়াজ এখন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিটি প্রতিষ্ঠানই মানুষের মন জয় করেছে এবং আস্থা অর্জন করেছে। তারই ধারাবাহিতায় তিনি ব্যবসার শাখা বাড়াচ্ছেন, নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলছেন। ওজোনপার্কের অ্যাডাল্ট ডে কেয়ার তারই অংশ। গত ২১ এপ্রিল সোমবার ওজোনপার্কে সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়।
এসময় ডে কেয়ার সেন্টারের কর্ণধার ও সিইও, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন আপনাদের উপস্থিত আমাদের আনন্দিত করেছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের জন্য দোয়া করবেন। এটা আমাদের দ্বিতীয় শাখা। শাহ নেওয়াজ আরো বলেন, এটা সম্পূর্ণরূপে সেবামূলক প্রতিষ্ঠান। আমরা মানুষের সেবা করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। এ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ওজোনপার্ক জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুশ শুকুর।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তেব্য রাখেন ফুয়াদ হোসেন, ফ্রেন্ক পলাকো, ডানিয়েল ফ্রেম, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যামাই বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, টিভিএন২৪-এর ভাইস প্রেসিডেন্ট এ এফ মিসবাহউজ্জামান, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ, ওজোনপার্ক জামে মসজিদের সেক্রেটারি জামাল হোসেন, রেফারি ইসলাম উদ্দীন, শাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও শিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ, বেলায়েত হোসেন, ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আলিম উদ্দিন, খায়রুল খোকন, মোহাম্মদ জাহিদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকেই শাহ নেওয়াজকে ফুল দিয়ে অভিনন্দন জানান।