চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছে খুলশী থানা পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাতে খুলশী থানার ওসি শাহিনুর জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শনিবার রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নগরীর জিইসি কনভেনশন সেন্টারে কনসার্টের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। এরমধ্যে এজাহারনামীয় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৭ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে শনিবার রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারের ভেতর কনসার্ট মঞ্চের সামনে দর্শকদের একাংশ ‘জয় বাংলা ও শেখ হাসিনা’ বলে স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করে। এরপর সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে। গুলিতে মো. শরীফ ও নাজিম নামে দুইজন আহত হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।