৫শ কোটি খরচ করে হলেও আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করছে

ফজলুর রহমান
ডেস্ক রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৭

বিএনপির সব পদ থেকে স্থগিতাদেশ পাওয়া নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে সারা বাংলাদেশের রাজাকাররা। সত্য কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে চলে যায়। ৫০০ কোটি টাকা খরচ করে হলেও আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করবে এই গোষ্ঠী।
সোমবার বিকালে ইটনা বিশ্বরোড মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমি আপনাদের সন্তান আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি ইটনা মিটামইন অষ্টগ্রামের সন্তান। আমি দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। মিটিং মিছিলে অংশগ্রহণ করেছি। এগুলো একটি গোষ্ঠীর পছন্দ নয়। তারা আমার বিরুদ্ধে নানান চক্রান্তে লিপ্ত। আমি হঠাৎ শুনি আমার পদ ৩ মাসের জন্য স্থগিত করেছেন। আমি শুনে অবাক পরে রাতে আমার নিকট একটি চিঠি আসে। আমি নাকি ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি। এছাড়াও বিভিন্ন দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করি।
তিনি আরও বলেন, আপনারা জানেন- আমি মুক্তিযুদ্ধ করেছি। সত্য কথা আমাকে বলতেই হবে। এটা রাজাকারদের পছন্দ নয়। আমি ৯৬ সালে নির্বাচন করেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আমাকে ফেল করানো হয়েছে। তাও আমি মেনে নিয়েছি। আমি জাফরউল্লাহ চৌধুরীর পরামর্শে বিএনপিতে যোগদান করি। ওই সময় থেকেই আমার বিরুদ্ধে কিছু ইসলামী সংগঠন রয়েছে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি ধর্মের বিরুদ্ধে কথা বলিনি। আমি আমার দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। দল যে সিদ্ধান্ত নিবে তা আমি মানব। আমার বয়স ৭৮ বছর। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
মুক্তিযোদ্ধা রওশন আলী রশুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, মুক্তিযোদ্ধা তজু মিয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা প্রমুখ।