এবার হাজারও নারী-পুরুষের সভা-মিছিল নিয়ে নিজ নির্বাচনি এলাকা কিশোরগঞ্জের ইটনায় এক পথসভায় আবেগতাড়িত হয়ে নিজের জন্য ধানের শীষ মার্কা ফেরত চেয়েছেন বিএনপির সব পদ থেকে স্থগিতাদেশ পাওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
ইটনা উপজেলায় এক পথসভায় বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমর্থন চেয়ে তিনি বলেন, ‘আমি একা চাইলে হবে না। আমার মার্কা ফিরিয়ে দিতে দলকে আপনাদেরও বলতে হবে। কারণ আমার বিরুদ্ধে বড় চক্রান্ত আছে—সারা বাংলাদেশের রাজাকার, আলবদরের চক্রান্ত।’
সোমবার বিকালে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের ইটনা উপজেলা সদরের অলওয়েদার সড়কের জিরো পয়েন্টের কাছে মিছিল উত্তর আয়োজিত এক বিশাল পথসভায় এসব বলেন ফজলুর রহমান।
পথসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. রোশন আলী। এ সময় ফজলুর রহমানের স্ত্রী জেলা বিএনপির সহ-সভাপতি উম্মে কুলসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ পথসভা শেষে ফজলুর রহমান বিশাল এক মিছিলের নেতৃত্ব দিয়ে ইটনা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটনা মহাবিদ্যালয় মাঠে যান।
ওই পথসভায় ট্রাকে স্থাপিত মঞ্চ থেকে ফজলুর রহমান বলেন, ‘যেদিন আমাকে বিএনপি থেকে শোকজ করা হয়েছে, প্রথমে সেটা বিশ্বাস করিনি। কারণ যে দলের জন্য আমি সব করছি, বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহীদ জিয়ার যে মুখ, সেই মুখটা তো এক বছর যাবত আমি রক্ষা করছি। বিএনপি যে শহীদ জিয়া ও মুক্তিযোদ্ধাদের দল—সেটা আমি রক্ষা করছি। এরপরও আমার হাতে বিএনপি থেকে একটা চিঠি আসল, আমি নাকি কুরুচিপূর্ণ ও ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করছি। কী কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করি?—এটা আপনারা বুঝেন। ধর্মের বিরুদ্ধে বক্তৃতা আমি করি না। এটা জামায়াতে ইসলামী ছাড়া আর কেউ বলে না।