হাসিনার থেকেও ভয়ংকর ছিল মুজিবের শাসন

ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান
ডেস্ক রিপোর্ট
  ১৬ আগস্ট ২০২৫, ২০:১৮

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, হাসিনার থেকেও ভয়ংকর ছিল মুজিবের শাসন আমল। শনিবার ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে রাশেদ খান লেখেন, গণঅভ্যুত্থান এক বছরের মাথায় কালচার ফ্যাসিস্টদের শেখ মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছি। যতটুকু বুঝলাম, এদেরকে প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি রসদ জুগিয়েছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জাপাকে (জাতীয় পার্টি) মাঠে নামিয়েছে ভারতীয় ‘র’ এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার ওপর ভর করবে আপা!’
উপদেষ্টাদের বিরুদ্ধে রাশেদকে প্রায়ই সমালোচনা করতে দেখা যায়। তিনি লেখেন, আমি কেন এ সরকারের কতিপয় উপদেষ্টার সমালোচনা করি? কারণ আমি জানি, কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে। অর্থাৎ শুধুমাত্র হাসিনার পতন হলেও পুরো ফ্যাসিবাদী কাঠামো এখনো বিদ্যমান। আপনি এই দেশের পরিবর্তনের লক্ষ্যে পুঁথিগত সংস্কার করে কি করবেন? হাসিনার কর্মকর্তারা আপনার সংস্কার বাস্তবায়ন করে দেবে? হাসিনার লোকগুলোকে সর্বত্র বসিয়ে রাখা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে। এই অবস্থায় কোন পুঁথিগত সংস্কার বাস্তবায়ন হবে না।
সবশেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লেখেন, এক বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন। পরের বছর এরা মিছিল দেবে, তখন? আরে, শেখ মুজিবের শাসন ছিল হাসিনার থেকেও ভয়ংকর। তার অবৈধ কাজের বৈধতা দান ও অপরাধের সাম্রাজ্যকে রক্ষা করা জন্য সে একটা আলাদা বাহিনী পর্যন্ত তৈরি করেছিল। শেখ মুজিবের শাসন কেমন ছিল ওই সময়কার জাসদের নেতাদের থেকে জেনে নিয়েন। রক্ষীবাহিনীর সন্ত্রাসীরা ট্রাকের পেছনে দড়ি দিয়ে জীবন্ত মানুষকে বেঁধে ট্রাক চালত। এতে পুরো শরীরের চামড়া ছুলে যেত। এই শেখ মুজিবের বন্দনা করে আবারও সেই শাসন ফিরিয়ে আনতে চান? আহা বাকশালিরা!