বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা দেখেছি বিগত সময় যারা এমপি হয়েছেন তারা সংসদে গিয়ে গান পরিবেশন করতেন। সেখানে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা না বলে গান গাইতো মমতাজ। এতদিন এমনও ব্যক্তি এমপি হয়েছিল; যাকে স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরও দেখে দেখে পড়তে তাদের দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এমন ব্যক্তিরাই সমাজের এমপি হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল।
শনিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুর উপজেলার স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের এবং এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। বিগত ১৫ বছরে যে পরিমাণ লুটপাট বাংলাদেশ থেকে হয়েছে, যে পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে তা থেকে দেশে চারবার বাজেট ঘোষণা করা যেত। একজন সরকারি অফিসের সামান্য পিয়ন দুর্নীতির মাধ্যমে ঢাকা শহরে ২০তলা বিল্ডিং বানায়। আপনার আমার কৃষকদের উপার্জিত টাকা দিয়ে তারা এসব করেছে।
শিবির সভাপতি বলেন, শহীদ আবু সাঈদ আমাদের শিখিয়েছেন কিভাবে জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাঈদ বলেছিলেন, ‘আমি জীবন দিব, তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাপনা তাতে জিপিএ-৫ প্রাপ্ত সব শিক্ষার্থী ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন না। এজন্য সবাইকে পরিশ্রম করতে হবে।
উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহেদী, জামায়াত নেতা মোস্তাফিজার রহমান, উলিপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মশিউর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ২শ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জেলা-উপজেলা জামায়াত-শিবিরের নেতা এবং শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।