আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

মার্কিন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৫, ২২:১৬

ইউরোপে নেতাদের বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন সাক্ষাৎ নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে স্পষ্ট জানিয়ে দেবেন যে ‘সব ধরনের বিকল্প খোলা রয়েছে’।
বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘সবারই পুতিনকে নিয়ে হতাশা ছিল, তবে এখন মনে হচ্ছে তিনি আলোচনায় বসতে প্রস্তুত হতে পারেন।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট নিজের জন্য চাপ সৃষ্টিতে সেরা। পুতিনের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেবেন, সব বিকল্পই টেবিলে রয়েছে।’
তবে বেসেন্ট সতর্ক করে দিয়ে বলেন, আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। তিনি ইউরোপীয় দেশগুলোকেও রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের ইউরোপীয়দেরও সম্পৃক্ত করতে হবে, যাতে তারা চাপ সৃষ্টিতে সহায়তা করে’।