শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এটাই প্রথম না বলে দাবি করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
রোববার (২০ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এটাই প্রথম না। বিপদ দেখলেই শেখ হাসিনা দেশে ছেড়ে পালিয়ে যান, এটা তার নতুন অভ্যাস নয়। এর আগে ওয়ান ইলিভেনের সময় দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই সময়ে খালেদা জিয়াকেও দেশ ছাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাননি।
তিনি আরও বলেন, প্রশাসনে ঘাপটি মেরে বসে যারা আওয়ামী লীগের দালালি করছেন তারা সাবধান হয়ে যান। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আপনাদের বিদায় করতে বিএনপি নেতাকর্মীদের দুই মিনিটের বেশি সময় লাগবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষকদল গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. আতাউর রহমান। সিনিয়র সহ-সভাপতি ময়জউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপু।
বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মো. হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, মহানগর কৃষকদল নেতা জাকির হোসেন তারেক, জাকির হোসেন, সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, সহিদুজ্জামান সরকার, জসিম উদ্দিন মায়া, দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, রহমত উল্লাহ, বাবুল হোসেন, সাইফুল ইসলাম আতা প্রমুখ।