জাতীয় সমাবেশে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের এ সাত দফায় সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সমাবেশে উপস্থিত হয়ে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, গত বছর এ মাসে এই দিনে বাতাসে বারুদের গন্ধ ছিল। চতুর্দিকে গুলির আওয়াজ ছিল, হাসপাতালে দৌড়াদৌড়ি, শহীদদের নিয়ে কান্নাকাটি। যদি এই ৫ আগস্ট সংঘটিত না হতো, তাহলে এই জাতীয় সমাবেশ আজ কল্পনাও করা যেত না।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুস আহমদ বলেন, জামায়াতে ইসলামী যে সাত দফা দাবি জানিয়েছে, এটা দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। আমরা পুরোপুরি এই সাত দফা দাবি সমর্থন করি।
তিনি বলেন, এই সমাবেশে উপস্থিত স্নেহের ছেলেদের একটা কথা বলি- জামায়াত আমির বার্ধক্যে পৌঁছেছেন, প্রবীণ হয়ে গেছেন। কিন্তু তার চলাফেরায় বার্ধক্যের ছাপ নেই। আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে গেছ? ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যতদিন হকের ঝান্ডা নিয়ে সামনে থাকবে, যতদূর যাবে- ইসলামী আন্দোলনকে তোমরা পাশে পাবে।
এসময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও নায়েবে আমিরের সমাবেশে না আসার কারণ ব্যাখ্যা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দক্ষিণবঙ্গে ও নায়েবে আমির উত্তরবঙ্গে সফরে রয়েছেন বলে জানান তিনি।