দুর্নীতি দমন কমিশনে (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তাদের ৩১ ব্যাংক হিসাবের মধ্য কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে।
দুদকের পক্ষে উপপরিচালক ইয়াছির আরাফাত অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেনের বিরুদ্ধে ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান।
অনুসন্ধান অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অসংখ্য ব্যাংক হিসাব ও তাতে অনেক সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে, হিসাবগুলোর স্থিতির পরিমাণ ১৮ দশমিক ১৬ কোটি টাকা। এসব অর্থ তারা উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করছেন। যেসব অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭এর ১৮ ধারার বিধানমতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।