তারেক রহমানের ইমেজ নষ্ট করা যাবে না

খালেদা জিয়ার উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট
  ১৬ জুলাই ২০২৫, ২১:৪৯

বিবেক বিবর্জিত কথা বলে তারেক রহমানের ইমেজকে নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
তিনি বলেন, ‘একটি উদ্ভট কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে কিছু মৌলবাদী, সুবিধাবাদী সংগঠন বিএনপির বিরুদ্ধে কৌশলে অপপ্রচার শুরু করে দিয়েছে। পীর-ফকির-ধান্ধাবাজদের কথা মানুষ বিশ্বাস করে না। স্বাধীনতা সংগ্রামের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা যদি মনে করে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে অপমান করে নির্বাচনী বৈতরণী পার হবে, তারা বোকার স্বর্গে বাস করছে। দেশের মানুষের কাছ থেকে তারেক রহমানের ইমেজ নষ্ট করা যাবে না।’
বুধবার (১৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনকালে এসব কথা বলেন আবুল খায়ের ভূঁইয়া। টুমচর আসাদ একাডেমিতে এ নির্বাচনের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আমরা লাখ লাখ নেতাকর্মী নির্যাতন ও মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে জিয়া পরিবার। সেই জিয়া পরিবারকে নিয়ে এখন আবোল তাবোল কথা বলা হচ্ছে। যারা এসব কথা বলে তারেক রহমানের সামনে তাদেরকে দাঁড় করান। তাদের ইতিহাস, অতীত, বর্তমান সব মিলিয়ে তারেক রহমানের সঙ্গে সবাইকে দাঁড় করান, তাদের অবস্থান কোথায়?’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি প্রমুখ।