এনসিপির কর্মসূচিতে হামলায় খেলাফত মজলিসের নিন্দা

ডেস্ক রিপোর্ট
  ১৬ জুলাই ২০২৫, ২০:২৭

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ ঘটনাকে ন্যক্কারজনক, গণতন্ত্রবিরোধী ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় জনগণ যখন স্বাভাবিকভাবে ফিরতে চাইছে তখন একটি গোষ্ঠী পলাতক নেত্রীর ইন্ধনে দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত। আজকের গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা তারই অংশ।
বিবৃতিতে জালালুদ্দীন বলেন, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের শত্রু। অতীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও তাদের মদদপুষ্ট চক্রের পরিচয় জনগণের অজানা নয়। তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তিনি বলেন, এই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা তাদের সুস্থতা কামনা করি। একই সঙ্গে এ ঘটনা প্রমাণ করেছে—দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে যাচ্ছে। সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ, শক্তিশালী ও দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে।
খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, দেশের জানমাল, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব অশুভ ও ষড়যন্ত্রমূলক শক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। বিশেষ করে পলাতক দুর্নীতিবাজ নেত্রী ও তার দেশবিরোধী সহযোগীদের বিচার এখন সময়ের দাবি।
বিবৃতির তিনি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ ও ইসলামপ্রিয় জনতাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।