আনারস প্রতীক চেয়ে সিইসির কাছে ডেসটিনির রফিকুলের আবদার

ডেস্ক রিপোর্ট
  ০৭ জুলাই ২০২৫, ২১:৫১

ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনও করেছি দলটি। নিবন্ধন পাওয়ার আগেই আনারস প্রতীক চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে আবদার করেছে দলটি।
পছন্দের প্রতীক পাওয়াসহ নানা বিষয়ে সোমবার (৭ জুলাই) সিইসির সঙ্গে দলটির আহ্বায়ক রফিকুল আমীন, সদস্যসচিব ফাতিমা তাসনীমসহ সংশ্লিষ্টরা বৈঠক করেছেন।
পরে রফিকুল আমীন বলেন, আমরা সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আনারস প্রতীক চেয়েছি। উৎসবসুখর নির্বাচনে নতুন প্রজন্মের মাধ্যমে এই দেশে একটি নেতৃত্ব সৃষ্টি করতে চাই। আমার বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছে যে আগামীদিনে যে নির্বাচন হবে তা হবে ৫৩ বছরের মধ্যে স্মরণ রাখার মতো একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন। আমি আশাবাদী সর্বাধিক ভোটার যেখানে নিরাপদে ভোট দিতে পারবে। এই বিষয়ে আশ্বাস পেয়ে আনন্দিত। আমাদের যদি নিবন্ধন দেওয়া হয় তবে একটা চমক সৃষ্টি করতে চাই। একটা নতুন ধারা আনতে চাই।
তিনি বলেন, আমরা নিবন্ধন পাওয়ার ব্যাপারে আশাবাদী। ইসির চাহিদা মোতাবেক শর্ত পূরণ করেছি। ১০৩টি উপজেলা, ২৩টির মতো জেলা কমিটি জমা দিয়েছি। আরও ২০০ কমিটি আমরা রেডি রেখেছি।