চাকা খুলে যাওয়া বিমানের পাইলট পেলেন সাহসিকতার স্বীকৃতি

ডেস্ক রিপোর্ট
  ১৯ মে ২০২৫, ২২:০৬


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদ অবতরণের স্বীকৃতিস্বরূপ ক্যাপ্টেন জেএসএমএম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (১৯ মে) রাজধানীর কুর্মিটোলায় বিমানের বলাকা ভবনের সম্মেলন কক্ষে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
গত ১৬ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইট কক্সবাজার থেকে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। তখন ফ্লাইটটিতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন। কিন্তু উড্ডয়নের সময় এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারের এক পাশের একটি চাকা খুলে যায়। এ অবস্থায় ওই ফ্লাইটের ক্যাপ্টেন জেএসএমএম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনের দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি দুপুর ২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতারণ করে।
সেই দক্ষতার স্বীকৃতিস্বরূপ আজ তাদের সম্মানতা স্মারক তুল দেওয়া হয়। অনুষ্ঠানে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাইলট বিল্লাহসহ ওই তিনজনের সাহসী প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সবার সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এছাড়াও উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস সম্পর্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশনে অংশ নেন। তিনি তৃতীয় টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।