বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় হলো এই দুই বছর, এই সময় গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে, জীবনের কোথাও আটকাবে না।
বুধবার (১৪ মে) আলহাজ মকবুল হোসেন কলেজ ভবন-২ এর মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আলফা স্টার ফাউন্ডেশন ও মকবুল হোসেন কলেজ যৌথ উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মকবুল হোসেন কলেজ গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ মেজবাহ-উল ইসলাম। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হাজি মোহাম্মদ ইউসুফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এমএস আহমদ আলী, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ কোম্পানি ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।
আবদুস সালাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ যদি মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা এলাকার মানুষের সেবা করার সুযোগ দেয়, তবে ২-৩ বছরের মধ্যে এই এলাকার চেহারা পাল্টে ফেলবো। যদি না পারি তবে আমার নাম পাল্টে রাখবো, এটা সম্ভব যদি এই তরুণরা আমার সঙ্গে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মকবুল হোসেন কলেজ গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ মেজবাহ-উল ইসলাম বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগেই দেশ এগিয়ে যাবে। শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।
আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করার উদ্দেশ্যে এই আয়োজন। মোহাম্মদপুর জোনের ১৫টি কলেজে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে ১৫টি কলেজের মধ্যে কুইজের মাধ্যমে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে।