রাজবাড়ীর গোয়ালন্দে ভিটে-বাগানের অর্ধশতাধিক ফল গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের পেশকার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত বাগানমালিক রফিকুল ইসলাম সিঙ্গাপুরপ্রবাসী। তিনি স্থানীয় মৃত ফজলুল শেখের ছেলে। কষ্টার্জিত টাকায় ভিটে কিনে সেখানে তিনি শখের একটি বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন। তার ছোট ভাই আলামিন হোসেন বাগানটির দেখাশোনা করতেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী রফিকুলের বাগানের আম, জাম, লিচু, পেয়ারা, নারকেল, মালটা, বাতাবি লেবু, কমলা, ছবেদাসহ বিভিন্ন জাতের অর্ধশতাধিক চারাগাছ কেটে ফেলেছে। গাছগুলোর বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর হবে।
এ সময় প্রবাসীর ছোট ভাই আলামিনের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোনও কথা না বলে কৌশলে সেখান থেকে সরে যান।
স্থানীয় শিমুল মোল্লা, নয়ন শিকদারসহ কয়েকজন জানান, এখানে সুন্দর একটি ফলের বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন প্রবাসী রফিকুল ইসলাম। চারাগাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল বেলা তারা দেখতে পান সবগুলো গাছের গোড়া ও মাঝামাঝি হতে গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এটা অত্যন্ত ঘৃণীত একটি কাজ হয়েছে। তবে কে বা কারা কেটেছে এবং কেনই-বা কেটেছে সে বিষয়ে তাদের কিছু জানা নেই।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা পুলিশের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ থানায় কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’