বিশিষ্টজনদের মত

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

ডেস্ক রিপোর্ট
  ০১ মে ২০২৫, ২২:৫৭

বিগত সরকারের সময়গুলোতে পুলিশ রাজনৈতিক ছাত্রছায়ায় কাজ করেছে। রাজনৈতিক প্রভাবের ফলে অনেক আইনবিরোধী কাজেও লিপ্ত হয়েছে পুলিশের অনেক সদস্য। জনগণ বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত, জনতার পুলিশ হিসেবে দেখতে চায়। বিশিষ্টজনরা এমন মতামত দিয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে 'নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন' শীর্ষক মতবিনিময় সভায় এ বক্তব্য উঠে এসেছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ড. সলিমুল্লাহ খান।
ড. সলিমুল্লাহ খান বলেন, আমাদের বুকে হাত দিয়ে স্বীকার করতে হবে পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। যেটুকু থাকার কথা ছিল, তা নেই। ১৮৬১ সালের পুলিশ আইন ও পুলিশ বিধি সেগুলোর পদে পদে সমস্যা আছে। সর্বশেষ পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট একনজর দেখলাম। তারাও উপলব্ধি করতে পারেনি। এসব বিষয়ে খোলাখুলি আলোচনা হওয়া উচিত।
তিনি বলেন, পুলিশ শুধু রাষ্ট্রযন্ত্রের অংশ নয় সমাজের অংশ। পুলিশের সঙ্গে জনতার বিভক্তির মূলে যেতে হবে, এটা হচ্ছে জনতার সঙ্গে রাষ্ট্রের বিভক্তি। আর এই সমস্যা সমাধান হচ্ছে গণতন্ত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী বলেন, আমরা পুলিশকে যেভাবে মিসইউজ করি, বিরোধীদল দমনের প্রেক্ষিতে অ্যাওয়ার্ড দেওয়াসহ সব কিছু বিবেচনায় নিয়ে যদি পুলিশকে সংস্কার না করতে পারি তাহলে এই পুলিশকে কেবল রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করাতেই সক্ষম হবো, রাষ্ট্রের পক্ষে কাজ করাতে সক্ষম হবো না। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন মনে হয়েছে এটি একটি ত্রুটিযুক্ত কমিশন। কারণ পুলিশের ইমেজকে পুনরুদ্ধারের জন্য তেমন কিছু দেখিনি। একজন কনস্টেবলকে আপনি ১২-১৪ ঘণ্টা ডিউটি দিচ্ছেন, তার পরিবার, ব্যক্তিজীবন ও উৎকর্ষতা আসবে না। নন-ক্যাডার পুলিশ সদস্যরাই পুলিশের ইমেজ ফিরিয়ে আনতে পারবে।
নিজের একটি লেখার উদাহরণ দিয়ে ড. সাজ্জাদ সিদ্দিকী বলেন, পুলিশ রিমান্ডে নিয়ে নির্যাতন কেন করে? পুলিশ কি স্ব-প্রণোদিত হয়ে নির্যাতন করে? আমার বিশ্বাস না। এর পেছনে রাজনীতি, অর্থনীতি এবং নোংরামি কাজ করে। বিরোধীদল দমনে পুলিশ মনে করে, সিম্বলি গুটিকয়েক ভয় ঢুকিয়ে দিতে পারি তাহলে বিরোধী দল-মত স্তব্ধ হয়ে যাবে। বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করবে সেটিই দেখতে চাই। জবাবদিহিতার জায়গা ইফেক্টিভ করতে পারলে পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে।
রাজনৈতিক প্রভাব থেকে দূরে থেকে পুলিশ সদস্যদের কাজ করার আহবান জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের পাশে থাকার জন্য আপনারা (পুলিশ) নিজেদের লড়াই চালাবেন। শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কী হয়, ৫ আগস্টের পর হয়তো সবাই সেটা বুঝতে পেরেছে।
৩২ বছর পুলিশে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, সবাই তেলবাজি করি। মন্ত্রী-এমপিদের বাসায় যাই। ব্যক্তিগত লাভ ও পদোন্নতির জন্য নানান রকম অবৈধ কাজে লিপ্ত হয়ে যাই। এটি দ্বিচারিতা, এর অবসান হওয়া উচিত।
সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশ সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা-নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষারই যদি দরকার তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার? এই পুলিশ কমিশন ১৮৬১ সালের পুলিশ আইন নিয়ে কিছু বলেনি; গণ্ডগোল কিন্তু ওইখানেই। রাজনৈতিক স্বদিচ্ছা যদি না থাকে তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? যাদের সুবাদে আমরা আজ কথা বলতে পারছি, সেটা কতদিন বলতে পারব সেটার কোনো গ্যারান্টি নেই। রাজনৈতিক দলগুলোর যদি স্বদিচ্ছা না থাকে তাহলে সম্ভব না। সমাজে বিষাক্ত বিভাজন সৃষ্টি হয়েছে। এটি আমাদের বুঝতে হবে। এতদিন যাদের প্রমোশন হয়নি এবং তাদের মধ্যে যাদের চাকরি আছে, তাদের দুই র‍্যাংক করে প্রমোশন দেওয়া উচিত। তারা অবসরে যাওয়ার আগে তাদের যেটা পাওনা সেটা দেওয়া উচিত। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক ধাওয়া পাল্টা ধাওয়া। এই সম্পর্ক বদলাতে হবে। এটি অবশ্য পুলিশের হাতে নেই।
পুলিশে দুর্নীতির কথা উল্লেখ করে সাবেক এই আইজিপি বলেন, যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে অফিসাররা এটা চিন্তার বাইরে। আমি এক সময় পুলিশের চাকরি জীবনে শ্বশুরবাড়ি ছিলাম। কারণ আমাদের যে বাড়ি সেখানে থাকার জায়গা ছিল না। তখনকার আইজিপি আমাকে ডেকে বলেছিলেন, ঘুস খাওয়ার চেয়ে শ্বশুরবাড়ি থাকা ভালো, তুমি একদিন আইজিপি হবা।
তিনি আরও বলেন, আগে পুলিশে অনেক দুর্নীতি হয়েছে। এখনো যে দুর্নীতি হচ্ছে না এই গ্যারান্টি নেই। আমি খোলাখুলি বলতে চাই না। দুর্নীতি থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে।
আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি তখনই ইতিবাচক হয়, যখন তারা দেখে এই বাহিনীটি কেবল আইন প্রয়োগ করছে না, বরং জনগণের অধিকার রক্ষা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার দায়িত্ব গ্রহণ করছে। জনতার পুলিশ মানে শুধু একটি পরিচয় নয়। এটি একটি দর্শন, যা নিরাপত্তার সঙ্গে সঙ্গে জনমনে আস্থা, শ্রদ্ধা ও সম্মান গড়ে তোলে।
তিনি বলেন, ইতিহাস আমাদের শিখিয়েছে, অস্ত্র নয়; জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রকৃত শক্তি। পুলিশ যদি সত্যিকার অর্থে জনগণের পাশে থাকে, তবে তারা ভয়ের প্রতীক নয় বরং হয়ে ওঠে ভরসার আশ্রয়। তাই পুলিশ হতে হবে এমন, যারা থাকবে জনগণের পাশে, জনগণের হয়ে, জনগণের জন্য।