শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শুরু হয়। এর আগের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়।
সরেজমিন শহীদ মিনার এলাকায় দেখা গেছে, ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানা উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নেভাল উইং, বাংলাদেশ নৌবাহিনী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, বাংলাদেশ পরমানু শক্তি কমিশন, প্রবাসী কল্যান ব্যাংক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ডাক অধিদফতরসহ বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।
শ্রদ্ধা জানাতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৫২ সালে ভাষার জন্য, নিজের অধিকারের জন্য আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। সব শহীদদের প্রতিই আমার বিনম্র শ্রদ্ধা।’
ভাষাশহীদদের শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ছবি: সাজ্জাদ হোসেন
বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা নাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৫২ সালে পূর্বসূরিরা ভাষার জন্য জীবন দিয়েছেন বলেই আজ আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি। একইভাবে ৫ আগস্ট জাতিকে স্বৈরাচারমুক্ত করতে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। আজ ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদেরও শ্রদ্ধা জানাতে চাই।’
দিবসটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।