অভ্যুত্থানে আহতদের আন্দোলনে জয় বাংলা স্লোগান

বৃদ্ধকে গণপিটুনি
ডেস্ক রিপোর্ট
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৯

সাত দফা দাবি আদায়ে রাজধানীর শিশুমেলা সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। আন্দোলন চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক বৃদ্ধ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর আগে এদিন বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীনরা। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীদের সঙ্গে মিশে আহতদের সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে আন্দোলনকারীদের জেরার মুখে পড়েন তিনি। বক্তব্যের এক সময় ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। এরপর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় গণপিটুনির শিকার হন তিনি। পরে আন্দোলনকারীরা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের হাতে তাকে তুলে দেন।
সাত দফা দাবিতে সকাল থেকেই শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীনরা। এর আগে গতকাল শনিবার রাতে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন।